Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করা হলে 'অপারেশন গঙ্গা'-র প্রশংসা করতাম: অখিলেশ যাদব

ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করা হলে ‘অপারেশন গঙ্গা’-র প্রশংসা করতাম: অখিলেশ যাদব

লখনউ, ৭ মার্চ (হি.স.) : ‘অপারেশন গঙ্গা’ নিয়ে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের নিন্দা করে সোমবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে সরাসরি আটকে পড়া ছাত্রদের সরিয়ে নেওয়া হলে তিনি সাধুবাদ জানাতেন। এদিন যাদব ইউক্রেন থেকে ছাত্রদের সরিয়ে নেওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, কেন্দ্র “ভারতীয়দের সরিয়ে দিতে ব্যর্থ হয়েছে”।

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য এই অভিযানকে নিছক রাজনৈতিক স্টান্ট হিসেবে অভিহিত করে যাদব বলেন, “জানি না কোন আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে তারা গর্ব করছে। তারা ভারতীয়দের সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে, যার নামকরণ ‘অপারেশন গঙ্গা’। যদি সরাসরি ইউক্রেন থেকে আমাদের লোকদের উদ্ধার করত তাহলে আমি প্রশংসা করতাম।”

প্রসঙ্গত,রবিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা ২২ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন থেকে প্রায় ১৬ হাজার ভারতীয় ছাত্রকে সরিয়ে নিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য