Saturday, January 25, 2025
বাড়িজাতীয়সুপ্রিম কোর্টে ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের

সুপ্রিম কোর্টে ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১০ এপ্রিল : সুপ্রিম কোর্টে ধাক্কা অরবিন্দ কেজরিওয়ালের। ইডির গ্রেপ্তারির বিরোধিতায় হাই কোর্টে করা তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছিল। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই শুনানি এদিন হল না। আগামী সোমবার এই শুনানি হবে। যার অর্থ, রবিবার পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে আপ সুপ্রিমোকে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির বিরোধিতা করে কেজরিওয়াল এর আগে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তবুও তাঁকে জোর করে আবগারি দুর্নীতি মামলায় ফাঁসাচ্ছে ইডি । বলা হচ্ছে, তিনিই এই কেলেঙ্কারির ‘কিংপিন’ তথা মূল পাণ্ডা। এই পরিস্থিতিতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে দায়ের করা হয়েছিল পিটিশন। দীর্ঘ শুনানির পর উচ্চ আদালতের তরফে জানানো হয়, কেজরির আবেদন মোটেই জোরালো নয়। হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আবেদন বুধবার শোনা হল না। এদিকে বৃহস্পতিবার ইদ। শুক্রবার স্থানীয় ছুটি। আর তার পর সপ্তাহান্তে শনি-রবি আদালত এমনিতেই বন্ধ। ফলে আগামী সোমবারের আগে কেজরিওয়ালের আর্জি শোনা হবে সুপ্রিম কোর্টের। যার ফলে এই কদিনও তাঁকে তিহাড়েই কাটাতে হবে।


উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত। জেলবন্দি কেজরিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। সেই আবেদন খারিজ করেছে দিল্লি হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া উচিত। গণতন্ত্র নিজের পথে হাঁটবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য