স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ মার্চ : প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তার পরই এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, এ বছর দেশের সাধারণ নির্বাচন হবে ৭ দফায়। ভোট শুরু ১৯ এপ্রিল। লোকসভার ভোটগণনা ৪ জুন। অর্থাৎ এই ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেল আদর্শ আচরণবিধি। আর তার পরই এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের সূচনা হয়ে গেল। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি-এনডিএ।” আত্মবিশ্বাসের সঙ্গেই যোগ করেছেন, “আমাদের দক্ষ প্রশাসন এবং সুষ্ঠ পরিষেবার মাধ্যমেই আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব। আমার পূর্ণ আস্থা আছে যে ১৪০ কোটি পরিবারের সদস্যদের আশীর্বাদ আমরা পাব। এবং ৯৬ কোটিরও বেশি ভোটারের হাত ধরে তৃতীয়বার ক্ষমতায় ফিরব।”
উল্লেখ্য, দেশজুড়ে মোট সাত দফার ভোট হবে যথাক্রমে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। এদিকে ভোটে হিংসা এবং অপ্রীতিকর কোনও ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ করছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রোখা, সবদিকেই কড়া নজর কমিশনের।