Monday, February 17, 2025
বাড়িজাতীয়অখিলেশ যাদব ধর্ম, বর্ণের চশমা পরেন, অমিত শাহ

অখিলেশ যাদব ধর্ম, বর্ণের চশমা পরেন, অমিত শাহ


সীতাপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তিনি চশমা পরেন যার মাধ্যমে তিনি ধর্ম এবং বর্ণ দেখেন।

সোমবার উত্তরপ্রদেশের সীতাপুরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, আমি চশমা পরেছি, স্পষ্ট দেখতে পাচ্ছি। অখিলেশ বাবুও চশমা পরেন যার মাধ্যমে তিনি একদিক থেকে জাত এবং অন্য গ্লাস থেকে ধর্ম দেখেন।উত্তরপ্রদেশের অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে রাজ্যে তার ক্ষমতা ধরে রাখতে নির্বাচনী পথে রয়েছেন।

বিরোধী দলগুলির নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারগুলিকে তাদের শাসনামলে দরিদ্র আইনশৃঙ্খলার জন্য নিন্দা করে শাহ বলেন, একটা সময় ছিল যখন সমগ্র দেশ উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার জন্য কটূক্তি হয়েছিল। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে কোনও ‘বাহুবলী’ নেই, এখন কেবল ‘বজরঙ্গবলি’। সপা-বিএসপি শাসনের উপর তীব্র আক্রমণ শুরু করে শাহ বলেন, “উত্তরপ্রদেশকে সপা-বিএসপি শাসন কালে সন্ত্রাস ও দাঙ্গার কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচনা করা হত। সপা-বিএসপি কেবল তাদের জাত দেখেছিল।প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভার ৪০৩ টি আসনের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত সাত ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গণনা করা হবে ১০ মার্চ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য