Saturday, February 15, 2025
বাড়িজাতীয়কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে : প্রধানমন্ত্রী

কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে : প্রধানমন্ত্রী



আবোহার (পঞ্জাব), ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে। পঞ্জাবের নির্বাচনী জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে পঞ্জাবের আবোহার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “ইতিহাস সাক্ষী রয়েছে, কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দীর্ঘদিনের দাবি ছিল। তাঁরা সেই ফাইলগুলি নিয়ে বসেছিল এবং মিথ্যা বলেছিল। আমরা যখন কেন্দ্রে আমাদের সরকার গঠন করেছি, আমরা সেই সুপারিশগুলি বাস্তবায়ন করেছি।”

পঞ্জাবের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “এটা সামান্য নির্বাচন নয়। এটা পঞ্জাবের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতায় মত্ত এই মানুষগুলি জানেই না পঞ্জাবের গুরুত্ব কী! পঞ্জাব সেই সমস্ত গুরু ও শহীদদের ভূমি যাঁরা দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। এই পঞ্জাব, এই ভারত কারও ষড়যন্ত্রে ভাঙবে না।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য। সীমান্তের ওপার থেকে এ দিকে সর্বদা কুদৃষ্টি থাকে, তাই এখানে যে সরকার গঠন করা হবে, সেই সরকার হবে দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সরকার, দেশ সবার আগে, সেখানে ঢিলেঢালা মনোভাব থাকা উচিত নয়।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “তাঁরা মিথ্যা বলতে ওস্তাদ। দিল্লিতে দূষণ বাড়লে তাঁরা পঞ্জাবের কৃষকদের গালি দেয়। দিল্লিতে গেলে পঞ্জাবের কৃষকদের গালাগাল, এখানে এলে কৃষকদের আলিঙ্গন করার কথা বলে। এমনটা কী চলবে?”।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য