Thursday, January 23, 2025
বাড়িজাতীয়মায়ানমারের গৃহযুদ্ধের আঁচ এসে পড়ছে বাংলাদেশে !

মায়ানমারের গৃহযুদ্ধের আঁচ এসে পড়ছে বাংলাদেশে !

 স্যন্দন ডিজিটেল ডেস্ক,  ০৬ ফেব্রুয়ারি :  মায়ানমারের গৃহযুদ্ধের আঁচ এসে পড়ছে বাংলাদেশে। পড়শি দেশের সেনার ছোড়া মর্টারশেলের আঘাতে মৃত্যু হল ২ জনের। মৃতদের মধ্যে একজন রোহিঙ্গা শরণার্থী ও একজন মহিলা রয়েছেন। মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষে জড়িয়েছে বার্মিজ সেনা তথা ‘টাটমাদাও’ও বিদ্রোহী আরাকান আর্মি। এর জেরে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে দুদেশের সীমান্তে। এর আগেও সেদেশ থেকে গোলাগুলি উড়ে এসে এদেশে পড়েছে। আতঙ্কিত হয়ে অনেক বাংলাদেশিই ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

জানা গিয়েছে, সোমবার বেলা পৌনে তিনটে নাগাদ ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের উপর মর্টারশেলটি এসে পড়ে। এতেই নিহত হয়েছেন দুজন। মৃতদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। মায়ানমারে জুন্টার সঙ্গে আরাকান আর্মির গৃহযুদ্ধের কারণে বাংলাদেশের সীমান্তসংলগ্ন গ্রামগুলোতে অনবরত গোলা আছড়ে পড়ছে। এর আগেও কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছিল।

এই পরিস্থিতিতে, বিদেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন,মায়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতিমধ্যে এনিয়ে আলোচনা শুরু হয়েছে। মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে এপর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ৯৫ জন সদস্য অস্ত্র-সহ বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ । 

দুদিন আগেই বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের সংঘর্ষের জেরে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের অস্ত্র ও গুলি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে। বিজিবি অবশ্য জানিয়েছে, মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৩৯ জন সদস্য বাংলাদেশে ঢুকেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সূত্র বলছে, সংঘর্ষের মধ্যে গতকাল ভোরে বিজিপির ১৪ জন সদস্য সীমান্তের ওপার থেকে নাইক্ষ্যংছড়িতে পালিয়ে আসেন। এর মধ্যে আহত ১৫ সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৮৩ কিলোমিটার। এর বড় অংশ রয়েছে বান্দরবন ও কক্সবাজার জেলায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য