Friday, February 7, 2025
বাড়িজাতীয়কেরলের ত্রিসূরের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দেওয়ার পর মোদী যোগদান করেন একটি...

কেরলের ত্রিসূরের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দেওয়ার পর মোদী যোগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জানুয়ারি: তিনি নিঃসন্তান। তবে বৃহস্পতিবার পিতার ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত কয়েকদিন ধরেই দক্ষিণ ভারতে বিভিন্ন মন্দির দর্শন করছেন মোদী। বৃহস্পতিবারও তিনি গিয়েছিলেন কেরলের ত্রিসূরের গুরুভায়ুর শ্রীকৃষ্ণ মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর মোদী যোগদান করেন একটি বিয়ের অনুষ্ঠানেও। আর সেখানে কন্যাদানও করেন তিনি।

সাধারণত কন্যাদানের দায় পিতার উপরেই বর্তায়। পিতার অবর্তমানে পিতৃস্থানীয়েরা যেমন জ্যাঠা, কাকা বা মামারা এই দায়িত্ব পালন করে থাকেন। কেরলের গুরুভায়ুর মন্দিরে ওই তরুণীর পিতা অবশ্য বিয়ের আসরেই উপস্থিত ছিলেন। তার পরও তাঁর কন্যার হাত হবুস্বামীর হাতে তুলে দেন মোদীই। কিছু ক্ষণের জন্য হলেও এক কন্যার পিতা হন তিনি। বিয়ের অনুষ্ঠানে একজন পিতার যা ভূমিকা, তা-ই নিখুঁত ভাবে পালন করতে দেখা যায় মোদীকে।

ওই নব পরিণীতা দক্ষিণের সুপারস্টার সুরেশ গোপীর কন্যা। সুরেশ একজন খ্যাতনামী মলয়ালি অভিনেতা। আবার রাজনীতিকও। বিজেপির রাজ্যসভা সাংসদ তিনি। হয়তো এ বছরের লোকসভা ভোটেও বিজেপির টিকিট পাবেন। অন্তত তেমনই জল্পনা রাজনৈতিক মহলে। এর আগেও বহুবার স্ত্রী-কন্যা নিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুরেশ। তবে এ বার মোদীই এলেন ত্রিসূরে। দক্ষিণী সুপারস্টারের কন্যার বিবাহে প্রধানমন্ত্রীই ছিলেন প্রধান অতিথি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য