Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়পয়লা ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য ফের খুলছে পুরীর মন্দির

পয়লা ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য ফের খুলছে পুরীর মন্দির


পুরী, ২৯ জানুয়ারি (হি. স.) : পয়লা ফেব্রুয়ারি থেকে ফের খুলছে পুরীর জগন্নাথ মন্দির । তবে মন্দিরে ঢোকার জন্য দেখাতে হবে করোনা টিকার সার্টিফিকেট। আপাতত রবিবার বন্ধ থাকবে পুরীর মন্দির।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ওড়িশার পুরীর শ্রী জগন্নাথ মন্দির ১ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হবে। কোভিড-১৯-এর তৃতীয় ঢেউয়ে কারণে এই বছরের শুরুর দিকেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্দির শুক্রবার পুরীর কালেক্টর সমর্থ ভার্মা জানিয়েছেন, সপ্তাহের অন্য দিন গুলি ভক্তদের জন্য মন্দির খোলা হলেও স্যানিটাইজেশনের জন্য রবিবার বন্ধ থাকবে মন্দির চত্বর।

পুরী শহরের বাসিন্দাদের পশ্চিম দরজা দিয়ে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং বহিরাগতদের প্রবেশাধিকার মিলবে পূর্বদিকের দরজা দিয়ে। মন্দিরে ভক্তদের জন্য সারাদিনের কতখানি সময় খোলা রইবে তা জানানো হবে এবং শহরের রাতের কারফিউ নিয়ম অনুসারেই তা বন্ধও করা হবে। স্থানীয় করোনা পরিস্থিতি বিচার করে কোনও উৎসবে মন্দির বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য