Friday, February 7, 2025
বাড়িজাতীয়বিজেপির শাসনে শুধুমাত্র সুরক্ষা ও উন্নয়নেরই কথা হয় : অমিত শাহ

বিজেপির শাসনে শুধুমাত্র সুরক্ষা ও উন্নয়নেরই কথা হয় : অমিত শাহ


মুজফ্ফরনগর, ২৯ জানুয়ারি (হি.স.): কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে একযোগে তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, “পূর্ববর্তী সরকারের শাসন দেখেছে উত্তর প্রদেশ। বেহেনজির পার্টি আসলে একটি জাতি নিয়েই কথা বলত।

 কংগ্রেস এলে পরিবারের কথা বলত। সমাজবাদী পার্টি এলে গুন্ডা, মাফিয়া, তোষণের কথা বলত। বিজেপি সরকারের পাঁচ বছর হয়ে গিয়েছে, জাতপাতের কথা হয়নি, পারিবারিক বিবাদ নেই, গুন্ডা, মাফিয়া, তোষণের কথা নেই। বিজেপির শাসনে শুধুমাত্র সুরক্ষা ও উন্নয়নেরই কথা হয়।”শনিবার উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “আমি যখন উত্তর প্রদেশের দায়িত্ব পেয়েছিলাম, তখন শুরুতেই মুজফ্ফরনগরে দাঙ্গা হয়েছিল। তৎকালীন সরকারের সময় অভিযুক্তরাই আক্রান্তে পরিণত হয়েছিল এবং যারা আক্রান্ত তাদের অভিযুক্ত করা হয়েছে। সেই দাঙ্গার বেদনা আমি এখনও ভুলিনি।” অমিত শাহ বলেছেন, “সমাজবাদী, বহুজন সমাজ পার্টির শাসনে উত্তর প্রদেশকে দখল করে নিয়েছিল মাফিয়ারা। ধর্ম ও জাতির ভিত্তিতে যারা রাজনীতি করেছে তারা এখানে প্রাধান্য পেয়েছে। ২০১৭ সালে রাজ্যে যোগী আদিত্যনাথজির সরকার গঠনের পর, সমস্ত গুন্ডা উত্তর প্রদেশের সীমানার বাইরে চলে গিয়েছিল।”

বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “পূর্ববর্তী সরকারের শাসন দেখেছে উত্তর প্রদেশ। বেহেনজির পার্টি আসলে একটি জাতি নিয়েই কথা বলত। কংগ্রেস এলে পরিবারের কথা বলত। সমাজবাদী পার্টি এলে গুন্ডা, মাফিয়া, তোষণের কথা বলত। বিজেপি সরকারের পাঁচ বছর হয়ে গিয়েছে, জাতপাতের কথা হয়নি, পারিবারিক বিবাদ নেই, গুন্ডা, মাফিয়া, তোষণের কথা নেই। বিজেপির শাসনে শুধুমাত্র সুরক্ষা ও উন্নয়নেরই কথা হয়।” উত্তর প্রদেশের জনগণের উদ্দেশে অমিত শাহ বলেছেন, “আপনাদের একটি ভোট উত্তর প্রদেশে মাফিয়ারাজ্ও নিয়ে আসতে পারে, অথবা মাফিয়ারাজ থেকে মুক্তি দিতে পারে। সপা ও বসপা-র ক্ষমতায় এলে পুনরায় মাফিয়ারাজ চলে আসবে, কিন্তু বিজেপিকে ভোট দিলে উত্তর প্রদেশ হয়ে উঠবে দেশের এক নম্বর রাজ্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য