রুদ্রপ্রয়াগ, ২৮ জানুয়ারি (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ থেকে কংগ্রেসকে ফের আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের সরকার উন্নয়ন দিতে পারবে না, কংগ্রেসের সরকার শুধুমাত্র দুর্নীতি ও কেলেঙ্কারিই দিতে পারে। মোদীজির নেতৃত্বে শুধুমাত্র বিজেপিই উন্নয়ন দিতে পারে।” শুক্রবার বিকেলে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মহিলা ও তফসিলি জাতি সমাজের একটি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ এদিনের সমাবেশে বলেছেন, “উত্তরাখণ্ডের জনগণকে আরও একবার ভাবতে হবে, তাঁরা কেমন সরকার চাইছেন। ৫ বছর ধরে সমাজের প্রতিটি শ্রেণীকে একসঙ্গে নিয়ে উত্তরাখণ্ডকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার বিজেপি সরকার, না-কি দুর্নীতি, পরিবারবাদ ও কেলেঙ্কারিতে নিমজ্জিত কংগ্রেস সরকারের প্রয়োজন।”তিনি বলেছেন, “উত্তরাখণ্ড সরকারের দায়িত্ব পুষ্কর সিং ধামি-জিকে দিয়েছে বিজেপি। তাঁর উদ্যমী নেতৃত্বে আগামী ৫ বছর উত্তরাখণ্ডকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে বিজেপি।”
কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, “কংগ্রেস কখনই উত্তরাখণ্ড রাজ্যের স্থাপনা সমর্থন করেনি। উত্তরাখণ্ড রাজ্যের স্থাপনার কাজ শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি করেছিলেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যকে সুন্দর করার কাজ করছেন।” অমিত শাহ আরও বলেছেন, “মাতৃশক্তির জন্য মোদী সরকার অনেক কাজ করেছে। মেয়েদের শিক্ষার জন্য অনেক পরিকল্পনা শুরু হয়েছে। সমগ্র দেশের হাসপাতালে বিনামূল্যে প্রসবের ব্যবস্থা করা হয়েছে। এতে মা ও শিশু উভয়ই নিরাপদ থাকে।” মাঝেমধ্যেই কংগ্রেসকে নিশানা করেছেন অমিত শাহ। তাঁর কথায়, দরিদ্রদের জন্য কংগ্রেস কিছুই করেনি।…কংগ্রেসের সরকার উন্নয়ন দিতে পারবে না, কংগ্রেসের সরকার শুধুমাত্র দুর্নীতি ও কেলেঙ্কারিই দিতে পারে। মোদীজির নেতৃত্বে শুধুমাত্র বিজেপিই উন্নয়ন দিতে পারে।”