নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): কিছু দিন পরই শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, বাজেট অধিবেশনের প্রেক্ষিতে শুক্রবার কৌশলগত বৈঠক করল কংগ্রেস। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কৌশলগত বৈঠকে অংশ নেন। এই বৈঠকে দলীয় সাংসদদের মুদ্রাস্ফীতি, কৃষক সমস্যা, এয়ার ইন্ডিয়া ডিসইনভেস্টমেন্ট-সহ নানা বিষয়ে সংসদে সরব হতে বলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
কংগ্রেসের সংসদীয় কৌশলগত বৈঠকের পৌরোহিত্য করেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, বৈঠকে উপস্থিত ছিলেন এ কে অ্যান্টনি, কে সি বেণুগোপাল, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, আনন্দ শর্মা, গৌরব গগৈ, কে সুরেশ, জয়রাম রমেশ, মানিককাম টেগোর, মণীশ তিওয়ারি প্রমুখ। সোনিয়া গান্ধীর নেতৃত্বে এই বৈঠকে কোভিডে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্যাকেজ, এয়ার ইন্ডিয়ার বিনিয়োগ, মুদ্রাস্ফীতি, চিনের সঙ্গে সীমান্ত সমস্যা, কৃষকদের সমস্যাগুলির মতো বিষয়গুলি উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত ইস্যুতে একই ধারণা রাখে এমন দলগুলির সঙ্গে সমন্বয় করারও সিদ্ধান্ত হয়েছে।