নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): বিশেষ দিন মানেই পোশাকে চমক প্রধানমন্ত্রীর, অন্যথা হল না ৭৩ তম প্রজাতন্ত্র দিবসেও। বুধবার সকালে প্রধানমন্ত্রীর মাথায় ছিল উত্তরাখণ্ডের টুপি ও মণিপুরের ঐতিহ্যবাহী শাল। প্রধানমন্ত্রী এ দিন উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি এবং মণিপুরের ঐতিহ্যবাহী শাল পরে জাতীয় যুদ্ধ স্মারকে যান। বিভিন্ন যুদ্ধে শহিদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি জাতীয় যুদ্ধের স্মারকে উপস্থিত হন।
তাঁর টুপির সামনে ছিল ব্রহ্মকমলের প্রতিরূপ। ব্রহ্মকমল উত্তরাখণ্ডের রাজ্য-ফুল। তিনি যখনই কেদারনাথে যান, ব্রহ্মকমল দিয়েই তাঁর পুজো সারেন। মণিপুরের ঐতিহ্যবাহী শাল পরিধান করেন মোদী। ওই শাল মণিপুরের ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরের মেতেই উপজাতির মধ্যে হাতে বোনা এই শালের প্রচলন রয়েছে। প্রধানমন্ত্রী এদিন সকালে জাতীয় যুদ্ধ স্মারকে পৌঁছে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর রাজপথে গিয়ে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও যোগ দেন।