Friday, December 6, 2024
বাড়িজাতীয়রাজস্থানে প্রার্থী ঘোষণা কংগ্রেস-বিজেপির, গেহলট দাঁড়াচ্ছেন সদরপুরায়, বসুন্ধরা ঝালরাপাতানেই

রাজস্থানে প্রার্থী ঘোষণা কংগ্রেস-বিজেপির, গেহলট দাঁড়াচ্ছেন সদরপুরায়, বসুন্ধরা ঝালরাপাতানেই

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): রাজস্থানে কয়েক মিনিটের ব্যবধানে প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসক দল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি। কংগ্রেস ৩৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। শনিবার কংগ্রেসের প্রার্থী তালিকায় হেভিওয়েটদের ভিড়। মুখ্যমন্ত্রী অশোক গেহলেট, মুখ্যমন্ত্রীর দাবিদার সচিন পাইলট প্রত্যাশিতভাবে দু”জনেই নিজেদের গড়েই প্রার্থী হয়েছেন। গেহলট দাঁড়াচ্ছেন সদরপুরা থেকে।

অন্যদিকে, টঙ্ক থেকেই লড়ছেন সচিন পাইলট। অভিজ্ঞ কংগ্রেস নেতা সিপি যোশী দাঁড়াচ্ছেন নাথদওয়ারা থেকে। প্রাক্তন ক্রীড়াবিদ কৃ্ষ্ণা পুনিয়া দাঁড়াচ্ছেন সাদুলপুর থেকে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজস্থানে মোটেই ভাল জায়গায় নেই। বিভিন্ন জনমত সমীক্ষায় প্রকাশ, রাজস্থানে এবার সিংহাসন হারাতে চলেছে কংগ্রেস। তবে নির্বাচন যত এগোচ্ছে ততই কংগ্রেস নেতাদের মধ্যে ঐক্য চোখে পড়ছে। বরং রাজ্যে বিজেপি নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে।

এদিকে, রাজস্থানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবচেয়ে বড় নাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। একটা সময় বসুন্ধরাই ছিলেন রাজস্থানে বিজেপির শেষ কথা। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ-র সঙ্গে সম্পর্ক ভাল না হওয়ায় বসুন্ধরা পুরোপুরি কোণঠাসা। বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরলে বসুন্ধরার মুখ্যমন্ত্রী পদে ফেরা কঠিন বলেই মনে করা হচ্ছে। বসুন্ধরা রাদেকে তাদের পুরো কেন্দ্র ঝালরাপাতান থেকেই দাঁড় করালো বিজেপি। রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোরকে প্রার্থী করা হল তারানগর থেকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য