নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি, বড় দায়িত্ব পাওয়ার পর ভগবন্ত মান জানালেন, আমাদের প্রথম লক্ষ্য হল পঞ্জাবে সরকার গঠন করা। দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকেও ধন্যবাদ জানিয়েছেন ভগবন্ত মান।
মোহালিতে এদিন আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষিত হওয়ার পর ভগবন্ত মান বলেছেন, “যে পঞ্জাবের মানুষজন ধর্না দিচ্ছেন, বেকারত্বে নাজেহাল হয়ে খালে ঝাঁপ দিচ্ছেন, যুবকরা বিদেশে ছুটে চলেছেন। আপনারা সবাই এই পঞ্জাবের মাটিতেই ভাংড়া, গিদ্দা দেখতে পাবেন।”পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতে চলছেন তা এদিন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালই জানান। পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা জনগণের উপর ছেড়ে দিয়েছিলেন কেজরিওয়াল। আপ-এর পক্ষ থেকে জনমত চাওয়া হয়। সেই জনমত পাওয়ার পর মঙ্গলবার মোহালিতে কেজরিওয়াল জানিয়েছেন, ৯৩.০৩ শতাংশ মানুষ পঞ্জাবে আপ-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভগবন্ত মানকে বেছে নিয়েছেন। আপ্লুত ভগবন্ত মান বলেছেন, “পঞ্জাবের জনগণ আমার উপরে যে বিশ্বাস রেখেছেন, মানুষের জীবন পরিবর্তনকারী ‘সবুজ কলম’ যদি আমাদের হাতে আসে, আমি কথা দিচ্ছি সেই ‘সবুজ কলম’ দরিদ্র মানুষের স্বার্থে চলবে।”