নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে ২০ জুলাই, বৃহস্পতিবার। চলবে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত। বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার সর্বদলীয় বৈঠকের পৌরহিত্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার সমস্ত দলকে জানিয়েছে যে সরকার মণিপুর ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত।
প্রসঙ্গত, ২০ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন, চলবে ১১ আগস্ট পর্যন্ত। এবারের বাদল অধিবেশনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনায় অবদান রাখার জন্য সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবারের বাদল অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে, এই অধিবেশনে বিভিন্ন বিল পাশ ও উত্থাপন করতে পারে নরেন্দ্র মোদী সরকার।