চন্ডীগড়, ১৫ জানুয়ারি (হি.স.): পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য ৮৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। পঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে প্রথম দফায় ৮৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু ছাড়া তালিকায় উল্লেখযোগ্য নাম দুই উপমুখ্যমন্ত্রী সুখজেন্দ্র সিং রণধাওয়া ও ওমপ্রকাশ সোনি এবং বলিউড অভিনেতা সোনু সুদের বোন মালবিকা।
আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন পঞ্জাব কংগ্রেসের প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু, চামকাউর সাহিব (এসসি) আসন থেকে লড়বেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। ঘোষিত ৮৬টি আসনের মধ্যে রয়েছেন রাজ্যসভার সাংসদ প্রতাপ সিং বাজওয়াও, তিনি লড়বেন কাদিয়ান থেকে।
গায়ক সিধু মুসেওয়ালা প্রতিদ্বন্দ্বিতা করবেন মানসা থেকে, অভিনেতা সোনু সুদের বোন মালবিকা লড়বেন মোগা থেকে। এছাড়াও উপ-মুখ্যমন্ত্রী ওম প্রকাশ সোনি লড়বেন অমৃতসর সেন্ট্রাল আসন থেকে। উল্লেখ্য, পঞ্জাবে বিধানসভা নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি।