নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): দিল্লিতে করোনাভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। করোনার তৃতীয় ঢেউয়ের অভিঘাতে দিল্লির তিনটি জেলেও পৌঁছে গেল কোভিড-১৯। সংক্রমিত হয়েছেন বন্দি থেকে শুরু করে কারারক্ষীরাও। তিহার জেল-সহ দিল্লির তিনটি জেলে মোট ৬৬ জন বন্দি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন ৪৮ জন কারারক্ষী। বাকি দু’টি জেল হল, মান্ডলি জেল ও রোহিণী জেল।
কারাগার কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছেন,জানিয়েছে, দিল্লির তিনটি জেলে মোট ৬৬ জন বন্দি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, আক্রান্ত হয়েছেন ৪৮ জন কারারক্ষী। তিহার জেলে ৪২ জন বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এই জেলে ৩৪ জন জেলরক্ষীও সংক্রমিত হয়েছেন। মান্ডলি জেলে ২৪ জন বন্দি ও ৮ জন কারারক্ষী সংক্রমিত হয়েছেন এবং রোহিণী জেলে ৬ জন কারারক্ষী কোভিডে আক্রান্ত হয়েছেন।