Tuesday, September 26, 2023
বাড়িজাতীয়"দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে, আজ ট্র্যাক পুনরুদ্ধার করার চেষ্টা করা...

“দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে, আজ ট্র্যাক পুনরুদ্ধার করার চেষ্টা করা হবে,” অশ্বিনী বৈষ্ণব

বালেশ্বর(ওডিশা), ৪ জুন (হি.স.) : রবিবার সকালে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লাইন মেরামতির কাজে নজরদারি চালাচ্ছেন। ট্রেন দুর্ঘটনায় এখনও স্বজনহারার কান্নায় ভারী বালেশ্বরের বাহানাগা। মৃতদেহের স্তূপে চলছে প্রিয়জনের খোঁজ। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত বন্ধ উদ্ধারকাজ। চলছে লাইন মেরামতির কাজ।

গত শুক্রবার সন্ধেয় যশবন্তপুর হামসফর এক্সপ্রেসকে ধাক্কা মেরে মালগাড়ির উপর উঠে যায় শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী। তারপর থেকে প্রতি মুহূর্তে উদ্ধারকাজের দিকে তীক্ষ্ম নজর রাখেন তিনি। গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন রেলমন্ত্রী। রবিবার সকালে দুর্ঘটনাস্থলেই রয়েছেন তিনি। তিনি জানান, দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা হয়েছে এবং সম্ভবত আজকের মধ্যে ট্র্যাকটি পুনরুদ্ধার করা হবে। উদ্ধারকাজ আপাতত শেষ। চলছে লাইন মেরামতির কাজ। সন্ধের মধ্যে আংশিক লাইন মেরামতির চেষ্টা করা হচ্ছে। বুধবারের মধ্যে লাইন মেরামতির কাজ সম্পূর্ণ শেষ করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে আজও বাতিল পুরীগামী একাধিক দুরপাল্লার ট্রেন। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে গন্তব্যে পাঠানোর কাজও চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য