নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতদের দেহ যাতে আত্মীয়-পরিজনরা ফিরিয়ে নিয়ে যেতে পারেন সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে সমস্ত বিমানকে। ওডিশা দিয়ে যাতায়াত করে এমন সব বিমান সংস্থার জন্য এই নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। স্বজনহারা কোনও পরিবার যাতে সমস্যার মধ্যে না পড়ে সেই দিকগুলি খেয়াল রাখতে বলা হয়েছে। পাশাপাশি দূরের রাজ্যে যারা দেহ নিয়ে যাবেন তাঁদের জন্য বিমান সংস্থাগুলিকে চালু নীতির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এমনটাই খবর রেল সূত্রে।
প্রসঙ্গত, রেলের পক্ষ ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের পরিজনদের দুর্ঘটনাস্থলে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেন শনিবার চালানো হয়েছে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ২৯৫ জনের। আহত হাজারেরও বেশি। করমণ্ডল এক্সপ্রেসের পাশাপাশি হতাহতদের তালিকায় রয়েছেন বেঙ্গালুরু এক্সপ্রেসের যাত্রীরাও। এদিকে ইতিমধ্যেই মৃতদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।