Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়অমিত শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর, তেলেঙ্গানায় জোট বাঁধতে পারে বিজেপি-টিডেপি

অমিত শাহের সঙ্গে বৈঠক চন্দ্রবাবুর, তেলেঙ্গানায় জোট বাঁধতে পারে বিজেপি-টিডেপি

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.) : জাতীয় রাজনীতি তো বটেই, অন্ধ্রের রাজ্য রাজনীতিতেও ক্রমশই অস্তিত্বহীন হয়ে পড়ছেন চন্দ্রবাবু নাইডু। আর অস্তিত্ব বাঁচাতে ফের একবার বিজেপির হাত ধরতে চাইছেন তেলুগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। রবিবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। যদিও তা নিয়ে মুখ খোলেননি টিডিপি সুপ্রিমো। তবে সূত্রের খবর, আসন্ন তেলেঙ্গানা বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে টিডিপির জোট নিয়েই দুজনের মধ্যে কথা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বিরোধের জেরে এনডিএ জোট ছেড়েছিলেন চন্দ্রবাবু। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে জোট গড়ার জন্য ঝাঁপিয়েও ছিলেন। কিন্তু সফল হননি। ২০১৯ সালের লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ফের কেন্দ্রের ক্ষমতায় ফিরতে বিরোধী জোট ছেড়ে পদ্ম শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন টিডিপি সুপ্রিমো। একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। এমনকী বেশ কয়েকটি বিষয়ে সরাসরি বিজেপির পাশে দাঁড়িয়েছেন। সম্প্রতি পোর্ট ব্লেয়ারে পুরসভা নির্বাচনেও হাত মিলিয়ে লড়েছিল বিজেপি-টিডিপি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য