রাঁচি, ২ জুন (হি.স.): সমস্ত অ-বিজেপি দল এক হলে কেন্দ্রের অধ্যাদেশকে হারানো সম্ভব। মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও আম আদমি পার্টির নেতৃত্বকে সঙ্গে নিয়ে কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে ঝাড়খণ্ডের রাঁচিতে পৌঁছন কেজরিওয়াল। কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন কেজরিওয়ালরা।
পরে কেজরিওয়াল বলেছেন, “সংসদের বর্ষাকালীন অধিবেশনে অধ্যাদেশটি সংসদে পেশ করা হবে। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু রাজ্যসভায় নেই। সুতরাং, সমস্ত অ-বিজেপি দল এক হলে এই অধ্যাদেশটি পরাজিত হতে পারে। এটা শুধু দিল্লির কথা নয়, দেশের যুক্তরাষ্ট্রীয় নীতির কথা।” কেজরিওয়াল আরও বলেছেন, “আমরা গোটা দেশে যাচ্ছি এবং আমরা সব পক্ষের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছি। আমি হেমন্ত সোরেন এবং তাঁর দলকে ধন্যবাদ জানাই, তিনি এই অধ্যাদেশের বিরুদ্ধে আমাদের সমস্ত ধরনের সমর্থনের আশ্বাস দিয়েছেন। আমি অন্য সব দলকেও এই অধ্যাদেশের বিরোধিতা করার জন্য আবেদন করছি।”
উল্লেখ্য, দিল্লির নির্বাচিত সরকারের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশ অনুসারে, রাজধানী রাজ্যের সরকারি আমলাদের নিযুক্তি ও বদলির ক্ষমতা কেন্দ্র নিজের হাতে রাখবে। এরই বিরুদ্ধে গোটা দেশ ঘুরে বিভিন্ন নেতার কাছে অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন চাইছেন কেজরিওয়াল।