চণ্ডীগড়, ২৩ মে (হি. স.) : পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ অমৃতসরের বিওপি রাজাতালের অধীনে সীমান্ত গ্রাম ভাইনি রাজপুতানায় আরেকটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামাল বিএসএফ। সোমবার রাতে ওই ড্রোন থেকে ১৪ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিএসএফ। চার দিনে এই নিয়ে পাঁচটি ড্রোন গুলি করে নামিয়েছে বিএসএফ জওয়ানরা।
অমৃতসরের বিওপি রাজাতালের অধীনে সীমান্তে বিএসএফ ব্যাটালিয়নের ১৪৪ জন জওয়ান টহল দিচ্ছিল। রাত ১০টার দিকে ভাইনি রাজপুতানা গ্রামে ড্রোনের শব্দ শুনতে পায় জওয়ানরা। এরপর ড্রোনের ওপর গুলি চালিয়ে ড্রোনটিকে নামিয়ে আনে জওয়ানরা। বিএসএফ কমান্ড্যান্ট অজয় কুমার মিশ্র বলেন, ড্রোনটির সঙ্গে একটি ব্যাগ বাঁধা ছিল। ওই ব্যাগ থেকে ২.১ কেজি হেরোইনসহ দুটি প্যাকেট উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় ১৪ কোটি টাকা।