নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিসের মূল পরীক্ষার ফল প্রকাশ করেছে। শীর্ষ স্থান দখল করা তিনজনই মহিলা, যথাক্রমে-ঈশিতা কিশোর, গরিমা লোহিয়া ও উমা হারাথি এন। চতুর্থ স্থানেও একজন মহিলা, তাঁর নাম-স্মৃতি মিশ্র। পরীক্ষার্থীরা ইউপিএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://upsc.gov.in/-এ গিয়ে তাঁদের রেজাল্টটি দেখতে পারবেন।
২০২২ সালের জুন মাসে হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা হয় ওই বছরের সেপ্টেম্বরে এবং ২৩ মে (মঙ্গলবার) চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার ঈশিতা কিশোর, দ্বিতীয় স্থানাধিকারী বিহারের বক্সারের গরিমা লোহিয়া, তৃতীয় স্থান দখল করেছেন তেলেঙ্গানার হায়দরাবাদের উমা হারাথি এন এবং চতুর্থ স্মৃতি মিশ্র।
সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। শীর্ষস্থান দখল করা তিনজনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অন্যান্য উত্তীর্ণদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।