নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা দিল্লি সরকারের হাতে দেওয়া সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্র সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টের যে নির্দেশকে অমান্য করে অধ্যাদেশ এনেছে কেন্দ্র, শনিবার সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য সর্বোচ্চ আদালতে আবেদন জানাল মোদী সরকার।
উল্লেখ্য, দিল্লির আমলাদের বদলি বা নিয়োগের ক্ষেত্রে কেন্দ্র নয়, দিল্লির সরকার শেষ কথা বলবে বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ অমান্য করে শুক্রবার অধ্যাদেশ আনে কেন্দ্র সরকার। যেখানে ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিস অথারিটি তৈরির প্রস্তাব আনা হয়। বলা হয়, এই কর্তৃপক্ষ আমলাদের নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেবে। এই কমিটির সদস্য হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। কমিটির চেয়ারপার্সন হবেন মুখ্যমন্ত্রী। কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সদস্যদের ভোটের ভিত্তিতে নিতে হবে। শুধু তাই নয়, কমিটির সদস্যরা যদি কোনও বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারেন, তবে লেফটেন্যান্ট গভর্নরই শেষ সিদ্ধান্ত নেবেন। কার্যত রাজধানীর আমলাদের বদলি ও নিয়োগের সিদ্ধান্ত ঘুরপথে কেন্দ্রের হাতে রাখতে এই অধ্যাদেশ আনা হয় বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।