নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স) : সংক্রমণে লাগাম টানতে সপ্তাহান্তে দিল্লিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। লকডাউনের মতো করেই রাজধানীতে প্রতি সপ্তাহের শেষে কারফিউ জারি থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সমস্ত স্বাস্থ্যকর্মীদের শীতকালীন ছুটি বাতিল করল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস(এইমস)। এইএমসের ৫০ জন ডাক্তার কোভিডে আক্রান্ত। এমত অবস্থায় নিরবচ্ছিন্ন পরিষেবা চালু রাখতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত।
এইমসের তরফে জানানো হয়েছে, করোনা ও ওমিক্রনে আতঙ্ক বাড়ছে, তাই সব স্বাস্থ্যকর্মীকে অবিলম্বে কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গত ৩ দিনে ৫০ জনের বেশি রোগীকে এইমসের ট্রমা কইয়া সেন্টারে ভর্তি করা হয়েছে। রাজধানীতে এমনিতেই সপ্তাহান্তে কারফু ঘোষণা করা হয়েছে। রাজধানীতে বর্তমানে করোনা ও ওমিক্রন হুমকির জায়গা নিয়েছে। এই পরিস্থিতিতে লড়াই করার জন্য সমস্ত ব্যবস্থা চালু রাখা প্রয়োজন।
আর এই প্রয়োজনের তাগিদেই দেশের অন্যতম হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে পরিস্থিতির সঙ্গে লড়াই করা সম্ভব হয়। অন্যদিকে, দিল্লির সরকার ইতিমধ্যেই ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের কথা বলেছে। এছাড়াও স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখার কথাও বলা হয়েছে।রাজধানীর বর্তমান কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া মঙ্গলবার জানিয়েছেন, সরকারি কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ হাজিরার কথা বলা হয়েছে।
হলুদ সতর্কতা জারির সময় গণপরিবহণে যাত্রীসংখ্যা ৫০ শতাংশ বেঁধে দিয়েছিল কেজরি সরকার। কিন্তু এতে বাসে-মেট্রোয় বেশি ভিড় হচ্ছে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও তৈরি হচ্ছে। তাই এদিন নতুন নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বাসে-মেট্রোয় ১০০ শতাংশ যাত্রীই উঠতে পারবে।