Friday, January 17, 2025
বাড়িজাতীয়জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

জ্ঞানবাপী মসজিদের শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : বারাণসীর জ্ঞানবাপী মসজিদের অভ্যন্তর থেকে পাওয়া শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পি এস নরসীমা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জ্ঞানবাপী মসজিদের পরিকাঠামোয় কোনও রকম বৈজ্ঞানিক সমীক্ষা চালানো যাবে না।

গত ১২ মে বারাণসীর জ্ঞানবাপী মসজিদের ওজুখানার প্রাচীন জলাধার থেকে পাওয়া শিবলিঙ্গের কার্বন ডেটিংয়ের জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে (এএসআই) নির্দেশ দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার মিশ্র। যদিও ওই কার্বন ডেটিং করার জন্য কাঠামোর যাতে ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখার জন্য এএসআইকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

এদিন মামলার শুনানিতে মসজিদ কমিটির আইনজীবী হুফেজা আহমদি জানান, আগামী সোমবার থেকে জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু হচ্ছে। ওই বৈজ্ঞানিক সমীক্ষায় কাঠামোর ক্ষতি হতে পারে। একই মত পোষণ করেন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর পরেই জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত কিছু করা যাবে না বলে জানিয়ে দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য