নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : বিক্ষোভরত কুস্তিগীরদের সমর্থন জানাতে শুক্রবার দিল্লির যন্তর মন্তরে পৌঁছেছেন রাজস্থান কংগ্রেস নেতা শচীন পাইলট।
গত কয়েকদিন ধরে যন্তর মন্তরে রেসলিং অ্যাসোসিয়েশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীররা বিক্ষোভ প্রদর্শন করছেন। সময়ে সময়ে বিরোধী দলের অনেক নেতাই বিক্ষোভে অংশ নিতে পৌঁছে যাচ্ছেন। এই ধারাবাহিকতায় শুক্রবার শচীন পাইলটও এখানে পৌঁছেছেন।
বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং ভিনেশ ফোগাটের সাথে দেখা করে কথা বলেন পাইলট। রেসলারদের দাবি, যৌন হেনস্থার মামলায় ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতার করা হোক।