নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে প্রায় দু’হাজার অপ্রাসঙ্গিক আইন বাতিল করেছে। সোমবার নতুন দিল্লিতে আইনের খসড়া রচনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। আইনী খসড়া রচনা, কোনও বিজ্ঞান বা শিল্প নয়, বরং দক্ষতা ও চেতনার সঙ্গে যে এর বাস্তবায়ন অপরিহার্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, আইন স্বচ্ছ হতে হবে এবং কোন ধূসর এলাকা থাকা উচিত নয়। তিনি সংসদ এবং রাজ্য বিধানসভার আধিকারিকদের অনুরোধ করে বলেছেন, আইন সহজ এবং স্পষ্ট ভাষায় তৈরি করা উচিত, যাতে কোনও দ্বন্দ না থাকে। লোকসভার স্পিকার ওম বিড়লা, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।