শিমলা, ১৩ মে (হি.স.): কর্ণাটকে কংগ্রেসের জয়ের আভাস পেতেই দলের নেতা-কর্মীরা রাহুল গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে দাবি করছেন। এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে প্রশ্ন করা হলে একগাল হেসে তিনি জানান, ভবিষ্যতে কী হবে তা মানুষই বলে দেবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা বলেন, “আমি আগেই বলেছিলাম যে কর্নাটকে ক্ষমতায় আসা প্রচুর দায়িত্বের কাজ। আমরা মানুষের কাছে কিছ প্রতিশ্রুতি নিয়ে গিয়েছিলাম এবং আমাদের সেগুলিকে পূরণ করতেই হবে। মানুষের জন্য কাজ করতেই হবে আমাদের। মানুষই বলে দেবে ভবিষ্যতে কী হবে।”
শনিবার শিমলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে রাজনীতি জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং জনসাধারণের সমস্যা নিয়ে কথা বলে না, তা এ দেশে আর চলবে না। আমরা হিমাচল এবং কর্ণাটকে তা দেখেছি। মানুষ তাদের সমস্যা নিয়ে আলোচনা চায় এবং এর সমাধান চায়…।”