নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য সুখবর! অনেকটাই দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। একধাক্কায় ১০২.৫০ টাকা কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রা্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। এর আগে ডিসেম্বর ২০২১-এ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বেড়েছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই সুখবর! বছরের প্রথম দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
দাম কমার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য এখন ১৯৯৮.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে রেস্তোরাঁ ও হোটেল মালিকরা বেশ কিছুটা স্বস্তি পেলেন। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ২০৭৭ টাকা হয়েছে। এই দাম কমায় সাধারণ মানুষের পকেট কিছুটা হলেও বাঁচতে চলেছে, কারণ এই বাণিজ্যিক সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই বেশি ব্যবহৃত হয়। ক্রেতাদের বিলের অঙ্কও কমবে।