Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়বছরের শুরুতেই সুখবর! অনেকটাই সস্তা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

বছরের শুরুতেই সুখবর! অনেকটাই সস্তা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম


নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য সুখবর! অনেকটাই দাম কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। একধাক্কায় ১০২.৫০ টাকা কমানো হয়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। তবে ঘরোয়া রা্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। এর আগে ডিসেম্বর ২০২১-এ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বেড়েছিল, কিন্তু নতুন বছরের শুরুতেই সুখবর! বছরের প্রথম দিন থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

দাম কমার পর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য এখন ১৯৯৮.৫০ টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে রেস্তোরাঁ ও হোটেল মালিকরা বেশ কিছুটা স্বস্তি পেলেন। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে ২০৭৭ টাকা হয়েছে। এই দাম কমায় সাধারণ মানুষের পকেট কিছুটা হলেও বাঁচতে চলেছে, কারণ এই বাণিজ্যিক সিলিন্ডারগুলি মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই বেশি ব্যবহৃত হয়। ক্রেতাদের বিলের অঙ্কও কমবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য