Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত কমপক্ষে ১৩ জন

মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২, আহত কমপক্ষে ১৩ জন


জম্মু, ১ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণোদেবী মন্দির ভবনে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্ততপক্ষে ১২ জন পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদের নারাইনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

 মৃতরা দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও একজন জম্মু-কাশ্মীরের বাসিন্দা। কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের ব্লক মেডিকেল অফিসার গোপাল দত্ত জানিয়েছেন, “কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দির ভবনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। ১৩ জনকে আহত অবস্থায় নারাইনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবী মন্দিরে প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪-১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। অনেকেই ওই পথ ঘোড়ার চড়ে যান। পাহাড়ি পথের প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে। খাদের দিকে রেলিং এবং জাল দিয়ে ঘেরা। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ। সেখানে সাধারণ সময়েই ভিড় থাকে। জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের এবং ১৩ জন আহত হয়েছেন। ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও একটি বিষয়কে নিয়ে ট্রাক শুরু হয়, এরপরই একে-অপরকে ধাক্কা দিলে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।

মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের পরিজনদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে জম্মু-কাশ্মীর সরকারও। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, মৃতদের পরিজনকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা এবং আহতদের পরিজনকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য