নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : সাজা শুনে অহিংসার কথা বলেছিলেন রাহুল গান্ধী ৷ আর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর তিনি বললেন, ‘‘আমি ভারতের কণ্ঠস্বরের জন্য লড়াই করছি। আমি যেকোনও মূল্য দিতে প্রস্তুত।’’
শুক্রবার সকালেই সংসদে গিয়েছিলেন রাহুল গান্ধী ৷ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি ৷ ইতিমধ্যে খবর আসে যে লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তাঁর সাংসদ পদ খারিজের কথা ৷ তার পর সংসদ ছেড়ে বেরিয়ে আসেন তিনি ৷ কারও কোনও প্রশ্নেরই উত্তর তিনি দেননি ৷ এর পর বিকেল ৫টা ২৭ মিনিটে নীরবতা ভাঙেন ৷ দু’লাইনের টুইট করেন ৷ সেখানেই তুলে ধরেন নিজের বক্তব্য ৷
রায়দানের সময় আদালতেই ছিলেন রাহুল ৷ আদালতে প্রবেশ বা বেরিয়ে আসার সময় তিনি কোনও মন্তব্য করেননি ৷ কিন্তু রায়ের বিষয়টি সামনে আসার পরই দেশজুড়ে হইচই পড়ে যায় ৷ বিজেপির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস-সহ অন্য বিরোধীরা ৷ কিন্তু রাহুল কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি ৷ বরং তিনি টুইটারে লেখেন, ‘‘আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম’’ – মহাত্মা গান্ধী ৷’’
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের একটি সভা থেকে মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী ৷ তাঁর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী ৷ বৃহস্পতিবার সেই মামলায় তাঁকে দু’বছরের সাজা দেয় সুরাটের জেলা আদালত ৷