Sunday, March 23, 2025
বাড়িজাতীয়করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঁচ দফা নির্দেশিকা

করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঁচ দফা নির্দেশিকা

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : দেশে করোনা নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঁচ দফা নিয়ম পালনের নির্দেশিকা পাঠাল। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবিলম্বে মক ড্রিল করতে হবে। সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে।‌ করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে, যদি ঠিক না থাকে তবে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। সিভিয়ার অ্যকিউট রেস্পিরেটরি ইলনেস সারি রোগীদের করোনা পরীক্ষা আবশ্যিক করতে হবে। সমস্ত রাজ্যকে ইনফ্লুয়েঞ্জা ও কোভিডে আক্রান্ত রোগীদের পরিসংখ্যান এখন থেকে কেন্দ্রকে পাঠাতে হবে।

গত ২৪ ঘন্টায় দেশে ১৩০০ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে তিনজনের। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে প্রকাশিত রিপোর্টে উল্লেখ্য রয়েছে, দৈনিক কোভিড সংক্রমণের হার ১.০৯ শতাংশ। সাপ্তাহিক হার ০.৯৮ শতাংশ। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা ছত্তীসগড়, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য