Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ভোটার কার্ড জুড়তে হবে আধারের সঙ্গে, বিল পেশ সংসদে

ভোটার কার্ড জুড়তে হবে আধারের সঙ্গে, বিল পেশ সংসদে



নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স) : আধার কার্ড আর ভোটার কার্ডের সংযুক্তিকরণ হবে। সেইসঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় আর কিছু বদলের প্রস্তাব নিয়ে সোমবার লোকসভায় পেশ করা হল নির্বাচন সংশোধনী বিল-২০২১।

এদিন বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যেই এই বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এই সংযুক্তিকরনের অর্থ হল ভোটদানের সময়ে ভোটার কার্ড বাধ্যতামূলক নয়। আধার হলেও হবে।

শুধু আধার-ভোটার কার্ড সংযুক্তিরকণই নয় এছাড়াও নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে পেশ করা খসড়া বিলে। বিলের খসড়ায় বলা হয়েছে যে, ভোটার তালিকায় একই নামের পুণরাবৃত্তি ও ভুয়ো ভোট রুখতে ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হবে। শুধু তাই নয়, ভোটার তালিকাকেও আধার কার্ডের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে বিলে। তবে আপাতত, এই সংযুক্তিকরণকে ঐচ্ছিক বলেই পেশ করা হচ্ছে।

এদিন কিরেন রিজিজু যখন সংসদে এই বিল পেশ করছেন তখন কংগ্রেস, তৃণমূল, ডিএমকে-সহ একাধিক বিরোধী দলের সাংসদ ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ডিএমকে সাংসদরা দাবি তোলেন, শ্রীলঙ্কার নৌবাহিনী যে ৫৫ জন তামিল মৎস্যজীবীকে আটক করে রেখেছে তাঁদের মুক্ত করতে কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। তৃণমূল সাংসদরা লখিমপুর খেরির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগের দাবিতে সরব হন। তবে তুমুল হট্টগোলের মধ্যেও এই বিল এদিন পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য