Saturday, January 25, 2025
বাড়িজাতীয়গণতন্ত্র টিকে থাকলেই রাজনীতি হবে: লালু যাদব

গণতন্ত্র টিকে থাকলেই রাজনীতি হবে: লালু যাদব

পটনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আমাদের একসঙ্গে গণতন্ত্র বাঁচাতে হবে। গণতন্ত্র যখন টিকে থাকবে তখনই রাজনীতি থাকবে বলে মনে করেন আরজেডি সুপ্রিমো লালু যাদব।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার পূর্ণিয়ার রংভূমি ময়দানে মহা জোটের সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিজেপি কোনো দল নয়। এটা আরএসএসের মুখোশ। আরএসএস যা চায়, নরেন্দ্র মোদী তাই করছে। ভারতকে বাঁচাতে প্রয়োজন সংহতি। তিনি আরও বলেন, আমরা এবং নীতীশ এক হয়ে গেছি। দেশ ও সংবিধানকে বাঁচাতে হবে। আজ, পূর্ণিয়ার কাছ থেকে অঙ্গীকার নিন যে আমরা কারও দ্বারা বিভ্রান্ত না হয়ে ২০২৪ সালের নির্বাচনে ইতিহাস করব।

এতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জেডিইউ জাতীয় সভাপতি লালন সিং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি সহ কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম) ও হিন্দুস্থানি আওয়ামী মোর্চা নেতারা, আরজেডি ও জেডিইউ পদাধিকারীরা এতে উপস্থিত ছিলেন। মহাজোটের মহাসমাবেশে উপস্থিত বিধায়ক, সাংসদ ও সরকারের মন্ত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য