স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : গত ১৬ ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ২ মার্চ ভোট গণনা। এখন চলছে গণনার যাবতীয় প্রস্তুতি।
শনিবার পশ্চিম জেলার অধীনে থাকা ১৪ টি বিধানসভা কেন্দ্রের কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজার্ভারদের প্রথম প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে। গণনা পর্ব কিভাবে সংঘটিত করা হবে সেই বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয় তাদের। মোট ৪০০ জন এই গণনা পর্বের সঙ্গে যুক্ত রয়েছেন। এদিন কাউন্টিং সুপারভাইজার ও মাইক্রো অবজারভারেরা প্রশিক্ষণে অংশ নেয়।