Wednesday, April 17, 2024
বাড়িজাতীয়প্রথমবারের মতো লিথিয়ামের খনি মিলল ভারতে

প্রথমবারের মতো লিথিয়ামের খনি মিলল ভারতে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ ফেব্রুয়ারি: জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, প্রথমবারের মতো লিথিয়ামের খনির সন্ধান পেয়েছে তারা।বৃহস্পতিবার এক বিবৃতিতে জিএসআই বলেছে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের ৫৯ লাখ টন অনুমিত মজুদের বিষয়ে নিশ্চিত হয়েছে তারা।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত তাদের প্রয়োজনীয় মূল খনিজগুলোর সরবরাহ জোরদার করার চেষ্টা করছে, এসব খনিজের মধ্যে লিথিয়াম অন্যতম।দেখতে রূপালি সাদা নরম ধাতু লিথিয়াম বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির একটি মূল উপাদান। এই ধাতুর মজুদের সন্ধান পাওয়ায় ভারতে ব্যাটারি শিল্পে নতুন ঢেউ লাগবে বলে ধারণা করা হচ্ছে।  জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় এসব লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে বলে ভারতের খনি মন্ত্রণালয় নিশ্চিত করেছে।এর পাশপাশি জম্মু ও কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানাতে ৫টি সোনার খনিসহ পটাশ, মলিবডেনাম ও অন্যান্য মৌল ধাতুর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।ভারতীয় রেলওয়ের জন্য কয়লার মজুদের খোঁজ করতে ১৮৫১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) প্রতিষ্ঠা করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য