Sunday, February 16, 2025
বাড়িজাতীয়বর্তমান ও আসন্ন বিপদ প্রতিরোধে নিরন্তর কাজ করে চলেছে ডিআরডিও : রাজনাথ...

বর্তমান ও আসন্ন বিপদ প্রতিরোধে নিরন্তর কাজ করে চলেছে ডিআরডিও : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ‘ভবিষ্যতের জন্য প্রস্তুতি’ বিষয়ক ডিআরডিও-এর একটি সেমিনারে অংশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “অভিনব পদ্ধতিতে বর্তমান ও আসন্ন বিপদ প্রতিরোধে নিরন্তর কাজ করে চলেছে ডিআরডিও।”

 তিনি বলেছেন, “আমরা তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মতো প্রযুক্তিগত যুদ্ধে প্রতিদিন একটি নতুন অধ্যায় যোগ করে চলেছি।”ডিআরডিও-র ভূমিকা কী সে প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “ডিআরডিও এখন একটি নতুন ভূমিকা রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পরিষেবা প্রদানই নয়, বেসরকারি সেক্টরে অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সুবিধাজনকও হবে।” দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও ১১ জন জওয়ানের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে রাজনাথ সিং বলেছেন, “আনন্দ এবং দুঃখের মিশ্র অনুভূতি রয়েছে আমার; একদিকে ডিআরডিও ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে এবং অন্যদিকে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ জন আমাদের সঙ্গে আর নেই।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য