নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ‘ভবিষ্যতের জন্য প্রস্তুতি’ বিষয়ক ডিআরডিও-এর একটি সেমিনারে অংশ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “অভিনব পদ্ধতিতে বর্তমান ও আসন্ন বিপদ প্রতিরোধে নিরন্তর কাজ করে চলেছে ডিআরডিও।”
তিনি বলেছেন, “আমরা তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মতো প্রযুক্তিগত যুদ্ধে প্রতিদিন একটি নতুন অধ্যায় যোগ করে চলেছি।”ডিআরডিও-র ভূমিকা কী সে প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “ডিআরডিও এখন একটি নতুন ভূমিকা রয়েছে। শুধুমাত্র প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে পরিষেবা প্রদানই নয়, বেসরকারি সেক্টরে অভ্যন্তরীণ গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সুবিধাজনকও হবে।” দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও ১১ জন জওয়ানের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে রাজনাথ সিং বলেছেন, “আনন্দ এবং দুঃখের মিশ্র অনুভূতি রয়েছে আমার; একদিকে ডিআরডিও ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন করছে এবং অন্যদিকে সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ১১ জন আমাদের সঙ্গে আর নেই।”