নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশে আচমকাই বৃদ্ধি পাচ্ছে করোনার দাপট। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে ভারতেও, করোনা পরিস্থিতি নিয়ে তাই আগেভাগে বৈঠক বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার শীর্ষ স্বাস্থ্য কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ডাঃ ভি কে পল, কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে আরোরা, ডিজি আইসিএমআর ডাঃ রাজীব বেহল। এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ রাজেশ গোখলে, ডাঃ অতুল গোয়েল প্রমুখ। প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যগুলিকে কোভিড পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।