নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : পুণ্যতিথিতে ভারতরত্ন বাবাসাহেব আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ। সোমবার সকালে সংসদ ভবনের লনে ডঃ বি আর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষ্যে বাবাসাহেবের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ছাড়াও আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রমুখ। আম্বেদকরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অমিত শাহ টুইট করে লিখেছেন, বাবাসাহেবের বিচারধারা সর্বদা আমাদের অনুপ্রাণিত করবে। হিন্দুস্থান সমাচার। রাকেশ।