নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): ভারতেও এবার সন্ধান মিলল করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেছেন, দেশে এখন পর্যন্ত ওমিক্রন ভেরিয়েন্টের দু’টি কেস রিপোর্ট করা হয়েছে। দু’টি মামলায় কর্ণাটকের। তিনি আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ওমিক্রনে ৩৭৩ জন সংক্রমিত হয়েছেন।
প্রসঙ্গত, করোনার ওমিক্রন রূপের আত্মপ্রকাশের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে সংক্ৰমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, সামগ্রিক ভিত্তিতে সমগ্র বিশ্বে সংক্ৰমণ বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, শুধুমাত্র ইউরোপ বিগত এক সপ্তাহে বিশ্বের ৭০ শতাংশ সংক্ৰমণ রিপোর্ট করেছে। ২৮ নভেম্বর অবধি ইউরোপীয় অঞ্চলে প্রায় ২.৭৫ লক্ষ নতুন সংক্ৰমণ এবং ৩১ হাজারের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।