নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাড্ডার ভূয়সী প্রশংসা করে মোদী জানিয়েছেন, “অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব নাড্ডার, বিজেপিকে মজবুত করতে কঠোর পরিশ্রম করে চলেছে তিনি।
” ১৯৬০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন নাড্ডা। বৃহস্পতিবার তাঁর ৬১ তম জন্মদিন।এদিন সকালে টুইট করে নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে শুভেচ্ছা। দলকে অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব প্রদান করছেন তিনি এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করছেন। তাঁর সমৃদ্ধ প্রশাসনিক এবং আইনী অভিজ্ঞতাও রয়েছে, তাই ব্যাপকভাবে প্রশংসিত তিনি। তাঁর দীর্ঘায়ু কামনা করছি।” শুধু প্রধানমন্ত্রীই নন, বিজেপির সমস্ত শীর্ষস্থানীয় নেতারা নাড্ডাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।