Friday, February 7, 2025
বাড়িজাতীয়ভয় বাড়াচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য নয়া নিৰ্দেশিকা কেন্দ্রের

ভয় বাড়াচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য নয়া নিৰ্দেশিকা কেন্দ্রের


নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): গোটা বিশ্ববাসীর কাছে এখন নতুন ওমিক্রন। কোভিড-১৯-এর এই নতুন প্রজাতি সমগ্র বিশ্বের পাশাপাশি ভারতেও চিন্তা বাড়াচ্ছে। ওমিক্রন ঠেকাতে এবার কঠোর হল ভারত সরকার।

আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। নির্দেশিকা অনুযায়ী, ‘ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ভারতে আগত সমস্ত ভ্রমণকারীদের আগমনের সময় বিমানবন্দরে বাধ্যতামূলকভাবে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নতুন নির্দেশিকা। ওমিক্রন ঠেকাতে দেশের সমস্ত রাজ্যকে সজাগ থাকতেও বলা হয়েছে নির্দেশিকায়।

ডেল্টা, ডেল্টা প্লাসের পর করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রন বিশ্ব জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। আফ্রিকায় প্রথম চিহ্নিত হয়েছে ভাইরাসের এই নতুন রূপ। তার পর হংকং এবং ইজরায়েলে আফ্রিকা ফেরত পর্যটকদের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে। ওমিক্রনের হদিশ মিলেছে কানাডাতেও। কিন্তু এখনও ভাইরাসের নতুন রূপের ভয়াবহতা সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হয়নি। কিন্তু জিনের বিন্যাসের একাধিক বার বদল ঘটানোয় মনে করা হচ্ছে করোনার এই রূপ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য