Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার দুর্ভাগ্যজনক : রাহুল গান্ধী

আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার দুর্ভাগ্যজনক : রাহুল গান্ধী


নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): লোকসভা ও রাজ্যসভা, সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল। সোমবার উভয়কক্ষে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবি জানান কংগ্রেস-সহ বিরোধীরা। কিন্তু, ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। এভাবেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হওয়ায় অসন্তুষ্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সংসদের বাইরে রাহুল বলেছেন, “আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার হওয়া দুর্ভাগ্যজনক।”


রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা বলেছিলাম সরকারকে কৃষি আইন প্রত্যাহার করতেই হবে, আজ সেই আইন প্রত্যাহার হল। এটা দুর্ভাগ্যজনক যে কৃষি আইন আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে। এই সরকার আলোচনা করতে ভয় পায়।” রাহুল আরও বলেছেন, “আসল বিষয়টি হল, কৃষকদের প্রতিনিধিত্বকারী ভারতীয় জনগণের শক্তির মুখোমুখি হতে পারেনি কেন্দ্রীয় সরকার। আসন্ন রাজ্য নির্বাচনও নিশ্চয়ই তাঁদের মাথায় খেলেছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য