নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): লোকসভা ও রাজ্যসভা, সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল। সোমবার উভয়কক্ষে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবি জানান কংগ্রেস-সহ বিরোধীরা। কিন্তু, ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। এভাবেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হওয়ায় অসন্তুষ্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সংসদের বাইরে রাহুল বলেছেন, “আলোচনা ছাড়াই কৃষি আইন প্রত্যাহার হওয়া দুর্ভাগ্যজনক।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “আমরা বলেছিলাম সরকারকে কৃষি আইন প্রত্যাহার করতেই হবে, আজ সেই আইন প্রত্যাহার হল। এটা দুর্ভাগ্যজনক যে কৃষি আইন আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে। এই সরকার আলোচনা করতে ভয় পায়।” রাহুল আরও বলেছেন, “আসল বিষয়টি হল, কৃষকদের প্রতিনিধিত্বকারী ভারতীয় জনগণের শক্তির মুখোমুখি হতে পারেনি কেন্দ্রীয় সরকার। আসন্ন রাজ্য নির্বাচনও নিশ্চয়ই তাঁদের মাথায় খেলেছে।”