নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার দিল্লির আদালত সিটি পুলিশকে মেহরৌলি হত্যাকাণ্ডের অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে আরও পাঁচ দিনের হেফাজতে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে এবং মামলা তদন্তের জন্য নারকো টেস্ট করার অনুমতি দিয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আভিরাল শুক্লা এ বিষয়ে পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আঠাশ বছর বয়সী পুনাওয়ালা শ্রদ্ধা ওয়াকারকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার দেহকে ৩৫ টুকরো করে দিল্লি বিভিন্ন জায়গায় ফেলেছিল। তারা দক্ষিণ দিল্লির মেহরৌলিতে একটি বাড়িতে ভাড়া নিয়ে বাস করত। .পুলিশ বলেছে, ১৮ মে সন্ধ্যায় পুনাওয়ালা ২৭ বছর বয়সী শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করেছিল।