আকোলা, ১৭ নভেম্বর (হি.স.): বিজেপি সরকারের ব্যর্থ নীতির কারণেই দেশের এখন সমস্যার সম্মুখীন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার মহারাষ্ট্রের আকোলায় এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন, “আমি দু”টি বড় সমস্যা দেখছি- যুবকদের চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই এবং কৃষকরা কোথাও থেকে সমর্থন পান না। তৃতীয়টি পরস্পর সংযুক্ত- সরকারী স্কুল, কলেজ ও হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ শিক্ষা ও স্বাস্থ্যের জন্য অর্থ প্রদান করছে, তাহলে অর্থ কোথায় যাচ্ছে?”
রাহুল গান্ধী বলেছেন, কৃষকদের রক্ষা করতে হবে। তাঁরাই আমাদের অন্নদাতা, তাদের ছেড়ে দেওয়া উচিত নয়। কৃষকদের রক্ষা করা সরকার ও দেশের কর্তব্য। এদিনের সাংবাদিক সম্মেলনে রাহুলকে প্রশ্ন করা হয়, বিরোধীরা কী দুর্বল? উত্তরে রাহুল গান্ধী বলেছেন, সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রয়েছে বিজেপির, প্রতিষ্ঠানের ওপর তাঁদের নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করে। বিরোধী দল দুর্বল এ কথা সত্য নয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে বিষয়টি ভিন্ন।