Thursday, April 18, 2024
বাড়িজাতীয়শেয়ার বাজারে বিরাট ধস, বিপুল পতন সেনসেক্স, নিফটিতে

শেয়ার বাজারে বিরাট ধস, বিপুল পতন সেনসেক্স, নিফটিতে

মুম্বই, ২৬ নভেম্বর (হি.স) : ফের ব্যাপক শেয়ার বাজারে ধস। গত অক্টোবরের শেষে সেনসেক্স পড়েছিল প্রায় ১২০০ পয়েন্ট। নভেম্বরের শেষে ফের ধসের মুখোমুখি সেনসেক্স। শুক্রবার দিনের শেষে সেনসেক্স পড়েছে ৫৭ হাজারের বেশি পয়েন্ট। রেকর্ড ১৬৮৭ পয়েন্ট পড়েছে সেনসেক্স। এমনকি ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে ২৮টি স্টক শেষ করেছে রেড জোনে। পাশাপাশি, পতন নিফটির দামেও। আজ নিফটি ৫০ শেষ করেছে ১৭০২৬.৫০ পয়েন্টে। পতন ৫০৯.৮০ পয়েন্ট। শতাংশের বিচারে পতন ২.৯১%। শতাংশের বিচারে সেনসেক্সের পতন ২.৮৭%৷

অবস্থা খারাপ নিফটি ব্যাঙ্ক ও নিফটি আইটিতে। নিফটি ব্যাঙ্ক এর আজকের পয়েন্ট ৩৬০২৫.৫০ পয়েন্ট। নিফটি আইটি এর আজকের পয়েন্ট ৩৪৬০৬.২০। নিফটি ব্যাঙ্কের আজকের পতন ১৩৩৯.৩০ পয়েন্ট। নিফটি আইটি এর আজকের পতন ৬৯৪.১০ পয়েন্ট। একমাত্র নিফটি ফার্মা কিছুটা ব্যতিক্রম।

ঠিক সেই কারণেই দিনশেষে জয়জয়কার ফার্মা কোম্পানিগুলির। দালাল স্ট্রিটে আজ রাজা ছিল সিপলা। শেয়ার প্রতি শেষ দর উঠেছে ৯৬৬.৭০ টাকা। প্রায় ৭% বৃদ্ধি পেয়েছে। ৬৬.৭৫ টাকা দর বদল এসেছে আজ। দ্বিতীয় স্থানে আছে ডঃ রেড্ডি। এই কোম্পানির শেয়ার প্রতি শেষ দর উঠেছে ৪৭৫০.৯০ টাকা। ৩.৪৭% বৃদ্ধি আজ। লাভের মুখে টিসিএস-ও। উল্টোদিকে দিন খারাপ গেল টাটা মোটরস।

শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার পরই আতঙ্ক তৈরি হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট রুখতে করোনা টিকাও কার্যকরী হবে না, এই আশঙ্কায় নতুন করে বিনিয়োগ করতে রাজি নন বিনিয়োগকারীরা। জাপান বাদে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে সূচক ১.৩ শতাংশ পতন হয়েছে। হংকংয়ে ক্যাসিনো, পানীয়ের শেয়ার দরে যেমন পতন হয়েছে, সিডনিতেও ভ্রমণের স্টকে পতন হয়েছে। জাপানের নিক্কেই ২.৫ শতাংশ পতন হয়েছে এবং আমেরিকার ক্রুড ওয়েলের বাজারে প্রায় ২ শতাংশ পতন হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য