গুরুগ্রাম, ৭ অক্টোবর (হি.স.): উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ চিকিৎসাধীন সমাজবাদী পার্টি (এসপি) প্রতিষ্ঠাতা, তাঁকে দেওয়া হচ্ছে জীবনদায়ী ওষুধ। পাশাপাশি চিকিৎসকদের একটি টিম তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
গত রবিবার থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন মুলায়ম। হাসপাতাল সূত্রের খবর, ৮২ বছরের মুলায়মের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে। মূত্রনালীতে রয়েছে সংক্রমণ। গত কয়েক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিভিন্ন দলের নেতানেত্রীরা মুলায়মের ছেলে অখিলেশকে ফোন করে প্রবীণ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন।