Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপ জয়শংকরের

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাচ্ছে ভারত, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনালাপ জয়শংকরের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ নভেম্বর : ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের। সোমবার সকালে আফগান শহর মাজার-ই-শরিফে ৬.৩ রিখটার স্কেলে কম্পন হয়। এর জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। আড়াইশোও বেশি মানুষ আহত হয়েছেন। গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু’হাজারেও বেশি মানুষ প্রাণ হারান সেদেশে। এই নিয়ে তিন মাসে চতুর্থবার ভূমিকম্প হল। এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়ালে ভারত। সেদেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

সোমবার বিকেল এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্র জানান, “দুপুরে সমবেদনা জানিয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলেছি।” সেদেশের বাল্খ, সামানগান এবং বাঘলাম প্রদেশে ভূমিকম্পের মানুষের মৃত্যু দুঃখপ্রকাশ করেন জয়শংকর। তিনি জানান, “ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী আজই হস্তান্তর করা হচ্ছে। এরপর ওষুধ সরবরাহ করা হবে।” জয়শংকর আরও জানান, আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে সোমবার। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়েও কথা হয়েছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, সোমবার ভোরের আফগানিস্তানের ভূমিকম্পে ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই-শরিফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়। স্থানীয় স্বাস্থ্য় বিভাগের মুখপাত্র সামিম জোয়ান্ডা জানান, প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জন আহত। তবে বেলা বাড়তে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ১০। হু হু করে বাড়ছে আহতের সংখ্যাও।

উদ্ধারকারী দল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্থ এলাকায় কাজ শুরু করেছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে হাসপাতালগুলিকে। উদ্ধারকাজে শামিল হয়েছে সেদেশের সেনাও। তবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আবারও ওই এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে। তার জেরে হতাহতের সংখ্যা লাফিয়ে বাড়বে বলে অনুমান উদ্ধারকারীদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য