Thursday, November 13, 2025
বাড়িজাতীয়শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দুই দেশ, সীমান্তে ‘ইতিবাচক’ আলোচনা ভারত-চিনের

শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দুই দেশ, সীমান্তে ‘ইতিবাচক’ আলোচনা ভারত-চিনের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ অক্টোবর : লাদাখ সীমান্তে সংঘাতের মেঘ কাটাতে বড় পদক্ষেপ ভারত ও চিনের। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরাতে সীমান্ত পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে গত ২৫ অক্টোবর আলোচনা সারল দুই দেশের সেনাকর্তারা। দুই দেশের সেনা পর্যায়ের এই বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে চিন। বেজিং সূত্রে খবর, দু’পক্ষের মধ্যে অত্যন্ত ‘অ্যাক্টিভ এবং ইন-ডেপথ’ অর্থাৎ সবিস্তারে আলোচনা হয়েছে।

চলতি বছর চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের পর ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্ক নয়া গতি পেয়েছে। দুই দেশের মধ্যে চালু হয়েছে সরাসরি বিমান পরিষেবা। প্রধানমন্ত্রী মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ও কূটনৈতিক সম্পর্কের উন্নতির পর সীমান্ত সমস্যা কাটাতে উদ্যোগী হয় সেনা। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের পক্ষ থেকেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইমতো ২৫ অক্টোবর নির্ধারিত জায়গায় আলোচনায় বসেন দুই দেশের সেনা কর্তারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, লাদাখ সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখবে দুই দেশ।

উল্লেখ্য, ২০২০ সালে এপ্রিল থেকে পূর্ব লাদাখের একাধিক জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ ওঠে চিনের বিরুদ্ধে। ওই বছরের জুনে ডোকলামে এমনই অনুপ্রবেশের কারণে ভারতের সঙ্গে চিন সেনার সংঘাত শুরু হয়। সেই লড়াইয়ে মৃত্যু হয় ২০ জন জওয়ানের। পালটা জবাবে বহু চিন সেনার মৃত্যু হয়। এরপর থেকেই সীমান্তে চড়তে শুরু করে উত্তেজনার পারদ।

গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে দুই দেশ দফায় দফায় সেনা পর্যায়ের বৈঠক করে। একাধিক বৈঠকের পর ২০২৪ সালের ২১ অক্টোবর কিছুটা ঐক্যমতে পৌঁছয় দুই দেশের সেনাবাহিনী। এরপর গত জুলাই মাসে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিল ভারত ও চিন। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চলতি বছরের শেষের দিকে আরও একবার বৈঠকে বসবে দুই দেশ। সেইমতো সম্পন্ন হল এই বৈঠক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য